• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পরীমণি ও রাজের বিয়ে আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০৩:৪০ পিএম
পরীমণি ও রাজের বিয়ে আজ

আবারও বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন পরীমণি ও রাজ। এর আগে গত ১০ জানুয়ারি পরীমনি মা হওয়া ও রাজের সঙ্গে বিয়ের খবর গণমাধ্যমকে জানিয়েছিলেন। সেই বিয়েতে পরিবারের কেউ সঙ্গে না থাকায়, আবারও পরিবারের কাছের মানুষদের নিয়ে বিয়ের আয়োজন করেছেন পরী-রাজ। 

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে পরী-রাজের হলুদ সন্ধ্যার ছবি ফেসবুকে শেয়ার করেন  নির্মাতা চয়নিকা চৌধুরী। আর বিয়ের আনুষ্ঠানিকতা আজ শনিবার (২২ জানুয়ারি) রাতে শুরু হবে।

জানা যায়, রাজ-পরীর বাসাতেই ২০ জনের মতো অতিথি নিয়ে হলুদের আয়োজন হয়েছে। একইভাবে শনিবার (২২ জানুয়ারি) রাতেও একটা বিয়ের আনুষ্ঠানিকতা হবে। রাজের এবারের বিয়েটাও খুব বেশি অতিথি থাকছেন না। দুই পরিবার মিলে ২০-থেকে ২৫ জনের মতো লোক থাকছেন।

এই হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। আরও ছিলেন রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা।

Link copied!