বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দীর্ঘ এই পথচলায় বহু গুণী ও নন্দিত পরিচালকদের নেতৃত্ব পেয়েছে সংগঠনটি। জন্ম দিয়েছে অনেক কালজয়ী সিনেমা।
বুধবার (২৯ ডিসেম্বর) বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশেষ এই দিনকে ঘিরে রয়েছে দিনব্যাপী অনুষ্ঠান।
দিনের শুরু হয়েছে জাতীয় পতাকা উত্তোলন, সমিতির পতাকা উত্তোলন ও পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে। এরপর একে একে অনুষ্ঠিত হবে কেক কাটা, বিজয় শোভাযাত্রা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ও মহাসচিব শাহীন সুমনের পাশাপাশি উপস্থিত আছেন সমিতির নেতারা। উপস্থিত আছেন বিএফডিসির কর্তারা।
অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদেরও। ৪০ জন বরেণ্য পরিচালককে সম্মাননা দেবে সমিতি। সেই তালিকায় আছেন চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, নায়ক রাজ্জাকসহ আরও অনেকে।
সমিতির মহাসচিব শাহীন সুমন এই আয়োজন নিয়ে সংবাদ প্রকাশকে বলেন, “আমরা চেষ্টা করেছি ৪০ বছর পূর্তিতে চলচ্চিত্র পরিচালকদের গৌরব ও অর্জনকে প্রাধান্য দিয়ে একটি আয়োজনের। আমাদের সঙ্গে প্রযোজক সমিতি ও শিল্পী সমিতিসহ সব কটি সংগঠনের নেতারাও থাকবেন। সবাইকে নিয়ে মিলেমিশে আমরা চলচ্চিত্রের জন্য কাজ করে যেতে চাই।”