• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নেটফ্লিক্সে আসছে পিকি ব্লাইন্ডার্সের শেষ সিজন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৫:১১ পিএম
নেটফ্লিক্সে আসছে পিকি ব্লাইন্ডার্সের শেষ সিজন

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ পিকি ব্লাইন্ডার্স নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সিরিজের শেষ সিজনের জন্য তাই মুখিয়ে আছেন সবাই। তবে দিনক্ষণ চূড়ান্ত না করলেও, বছরের শুরুতেই সিরিজটি দেখা যাবে বলে জানিয়েছে বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটি।

ইতিমধ্যেই সিরিজটির শেষ পর্বের টিজার প্রকাশ করেছে বিবিসি। সিরিজটির লেখক স্টিফেন নাইট বলেন, “শেষ পর্বে যা আমরা দেখতে পাব তা হল টমি শেলবির ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই।

প্রথম বিশ্ব যুদ্ধ থেকে ফেরার পর সে মানুষিকভাবে অনেকটাই বিধ্বস্ত ছিল। তার প্রাথমিক লক্ষ্য ছিল যে কোনভাবে অর্থ উপার্জন করা। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সে ভালো-মন্দের তফাৎটা বুঝতে পারল।”

এর আগের পর্বে আমরা দেখতে পাই টমি শেলবি ও তার পুরো পরিবার এক মাফিয়ার বিরুদ্ধে লড়াই করছে। রক্তক্ষয়ী সংঘর্ষের পর টমি এখন পুরোদস্তর রাজনীতিবিদ। যিনি মাত্রই ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে তার পরিবার ও দেশের জন্য কাজ করারও সুযোগ এসেছে।

ব্লাইন্ডারের ষষ্ঠ পর্ব প্রচারের পর সিরিজটি নিয়ে একটি পূর্ণাঙ্গ চলচিত্র প্রকাশেরও পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

 

Link copied!