দর্শক-বিমুখতায় দেশে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল। তার মধ্যেই নির্মাতারা চেষ্টা করছেন ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাণ করে দর্শকদের আনন্দ দিতে। এমন একটি ভিন্ন ধারার বিজ্ঞানভিত্তিক চলচ্চিত্রে জুটি বাঁধতে চলেছেন নীরব ও স্পর্শিয়া।
এইচ আর হাবিব পরিচালিত এই সিনেমার নাম দেওয়া হয়েছে ‘জলকিরণ’। ছবিটি প্রযোজনা করছেন কে এফ বেঙ্গল আর অ্যান্ড ডি। প্লাজমা বিজ্ঞানী মোসফেক রশীদের তত্ত্বাবধানে হতে যাচ্ছে এই চলচ্চিত্র।
রোববার (২ জানুয়ারি) রাজধানীর একটি রেস্তোরাঁয় এই সিনেমার ফার্স্টলুক প্রকাশ করা হয়। এ সময় ছবিটির সব অভিনয়শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। আরও উপস্থিত ছিলেন সিনেমার শিল্পী সৈয়দ হাসান ইমাম, আরমান পারভেজ মুরাদ, রাশেদ মামুন অপু, সুজন হাবিব, সৌরভ ফারসি।
এই চলচ্চিত্রে পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ, চিত্রনাট্য করেছেন এইচ আর হাবিব। তিনি বলেন, “এই ভিন্নধর্মী আমেজ আনতে আমরা জলকিরণ সিনেমাটি তৈরি করতে যাচ্ছি। শিশু কিশোর সব শ্রেণির জন্যই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। এই ছবি সায়েন্স ফিকশন চলচ্চিত্র ধারার বাইরে। মূলত সিচুয়েশনাল কমেডি ঘরানার ছবি ‘জলকিরণ’।”
একটু ভিন্ন রকম গল্পের এই ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে নায়ক নীরব বলেন, “বেশ সুন্দর একটি গল্পের সিনেমা এটি। এখানে দর্শক ভিন্ন রকম একটা ফ্লেভার পাবে। কিছু দিনের মধ্যেই শুটিং শুরু হবে।”
অর্চিতা স্পর্শিয়া বলেন, “সব সময় ভিন্ন কিছু করার চেষ্টা থাকে। এই সিনেমায় দর্শক আমাকে একটু অন্যভাবে দেখতে পাবেন। আশা করি সবাই মিলে দারুণ একটি সিনেমা উপহার দিতে পারব।”
সবকিছু ঠিক থাকলে আগামী মার্চের শুরু থেকেই ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক এইচ আর হাবিব।