• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

নির্বাচন বন্ধের সু-স্পষ্ট নির্দেশনা নেই:  পরীজাদা হারুণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৮:৪৮ পিএম
নির্বাচন বন্ধের সু-স্পষ্ট নির্দেশনা নেই:  পরীজাদা হারুণ

দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা। ইতিমধ্যে সরকার ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে। এরই মধ্যে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর শিল্পী সমিতির নির্বাচন বন্ধ ঘোষণা করা হবে কি? শুক্রবার (২১ জানুয়ারি) এ বিষয়ে সংবাদ প্রকাশের কথা হয় শিল্পী সমিতির নির্বাচনের প্রধান কমিশনার পীরজাদা শহিদুল হারুণের সঙ্গে। এ বিষয়ে হারুণ বলেন, “আপনারা জানেন যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেখানে সু-স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শিল্পী সমিতির নির্বাচনের সুযোগ রয়েছে। আমরা যদি নিরাপদ দূরত্ব রেখে এবং স্বাস্থবিধি মেনে নির্বাচন করি, তাহলে নির্বাচন করা যাবে। এখনও নির্বাচন বন্ধের বিষয়ে সু-স্পষ্ট কোন নির্দেশনা আমরা পাইনি।”

পীরজাদা শহিদুল হারুণ বলেন, “ নির্বাচন নিয়ে যদি সুস্পষ্ট নির্দেশনা পাই। এফডিসি কর্তপক্ষ যদি সুস্পষ্ট নির্দেশনা দেয়, তাহলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তবে এখনও যেহেতু নির্বাচন বন্ধ ঘোষণা করার জন্য কোন নির্দেশনা হয়নি। ২৮ জানুয়ারি আরও একটি নির্বাচন আছে এবং ৫ তারিখে ফিল্ম ক্লাবের নির্বাচন রয়েছে। ওদের ক্ষেত্রে যা হবে। আমাদের ক্ষেত্রেও তা হবে। আমাদের নির্বাচন একটু কঠিন হবে। কারণ আমরা এখানে লোক বেশি সমাগম করব না।”

হারুণ আরও বলেন, “যদি সরকার বলে যে, শুধু মাত্র ভোটারদের নিয়ে শিল্পী সমিতির নির্বাচন শেষ করতে, তাহলে এই নিয়ম মানতে আমাদের জন্য কোন সমস্যা হবে না।”

Link copied!