• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সংসার ভাঙার গুঞ্জনে ক্ষুব্ধ প্রিয়াঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৪:০৯ পিএম
সংসার ভাঙার গুঞ্জনে ক্ষুব্ধ প্রিয়াঙ্কা

বলিউড পেরিয়ে হলিউডেও তুমুল জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমার পাশাপাশি সাফল্য পাচ্ছেন গানেও। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও রয়েছে তার ৭২.৮ মিলিয়ন ফলোয়ার। প্রিয়াঙ্কা কোনো ছবি শেয়ার করলে মুহূর্তেই ভক্তরা লাইক ও কমেন্টস করতে থাকেন। 

তিন বছর আগে মার্কিন পপ গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। তখন ইনস্টাগ্রামে নাম পরিবর্তন করে ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’ করেছিলেন। গত বছর নভেম্বরে প্রিয়াঙ্কা নিজের নামের পাশ থেকে নিকের পদবি সরিয়ে ফেলেন। এতেই চিন্তায় পড়ে তার ভক্তরা। তবে কি তিন বছরের মধ্যেই ঘর ভাঙছে ‘হ্যাপি কাপল’ নিক-প্রিয়াঙ্কার! গুঞ্জন উঠেছিল ডিভোর্স হতে যাচ্ছে এই তারকা দম্পতির।


ইংলিশ ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া তার ডিভোর্সের সংবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, “এমন গুঞ্জন সত্যিই কষ্টের। সোশ্যাল মিডিয়ার প্রতিটি পদক্ষেপ ভক্তরা খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ করে। অনেক সময় আমাদের পারিবারিক জীবনে এসব প্রভাব ফেলে।” 

Link copied!