তিন মাস আগেই নিজেকে বিয়ে করেন ৩৩ বছরের ব্রাজিলীয় মডেল ক্রিস গ্যালেরা। কোনো পুরুষকে সঙ্গী হিসেবে বিশ্বস্ত মনে না করায় নিজেকেই নিজে বিয়ে করেন তিনি। কিন্তু নিজের সঙ্গেও সংসারটা ঠিকলো না তার। অবশেষে বিয়ের ৩ মাসের মাথায় নিজেকেই নিজে ডিভোর্স দিয়েছেন এই তারকা।
বিয়ের ঘটনাটি চলতি বছরের সেপ্টেম্বরের। সাও পাওলোর গির্জায় বসেছিল ক্রিস গ্যালেরার বিয়ের আসর। খোলামেলা পোশাকে কনে সেজেছিলেন ক্রিস। এরপর নিজেই নিজের জীবনসঙ্গী হওয়া প্রতিজ্ঞা নেন। বিয়ে শেষে গির্জার সামনে ফুল হাতে ছবিও তোলেন ক্রিস।
বিয়ের ৯০ দিন না কাটতেই ক্রিস জানিয়েছেন, তার বিচ্ছেদ চাই। কারণ এখন তিনি অন্য একজনের প্রেমে পড়েছেন এবং তাকে বিয়ে করতে চান।
ক্রিস বলেন, "নিজের সঙ্গে যতদিন সম্পর্কটা ছিল বেশ ভালো ছিলাম। তবে এখন আবার নতুন করে ভাবতে শুরু করেছি। বিশেষ একজনে সঙ্গ উপভোগ করছি।"
ক্রিস নিজেকে বিয়ের বিষয়ে বলেন, "এতদিন একাকীত্বকে ভয় পেয়েছি। এক সময় বুঝেছি নিজেকেও ভালোবাসতে হবে। তাই আমি নিজেকেই নিজে খুশী রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন আমি আবার প্রেমে আস্থা ফিরে পেয়েছি। তাই নিজের সঙ্গেই বিচ্ছেদ করতে চাই।"
সূত্র : মিরর