নিউ ইয়র্কের 'মিউজিয়াম অফ দ্য মুভিং ইমেজ' আমন্ত্রণ জানিয়েছে কামার আহমাদ সাইমনের নতুন ছবি 'অন্যদিন...'কে। প্রত্যেক বছর 'মিউজিয়াম অফ দ্য মুভিং ইমেজ' বা মমি 'ফার্স্ট লুক' নামে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করে যেখানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় সেইসব নিরীক্ষাধর্মী ফিকশন, নন-ফিকশন, ডকুমেন্টারি, হাইব্রিড বা শর্ট ছবিকে যারা সিনেমার পরিচিত শৈল্পিক ফর্মকে বদলে দিতে চায়। নিউ ইয়র্কের শিল্পবোদ্ধাদের নতুন ধাঁচের সিনেমার সাথে পরিচয় করিয়ে দেওয়াই এই উৎসবের উদ্দেশ্য। আর এবার সেই আয়োজনে বিশ্বের ৩০টা দেশের ৩৮টা ছবির মধ্যে আমন্ত্রিত হয়েছে সারা আফরিন প্রযোজিত ও কামার আহমাদ সাইমন পরিচালিত 'অন্যদিন...'
গত নভেম্বরে বিশ্বের অন্যতম লিড ফেস্টিভ্যাল আমস্টারডামের ইডফা'র মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিলো 'অন্যদিন...' সেখানেই বিশ্বের সবচাইতে সুন্দরতম থিয়েটার বলে পরিচিত 'তুসান্সকি'তে বিশ্ব অভিষেক বা ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিলো 'অন্যদিন...'এর। ইডফা'য় অল্প যে কয়কজন নির্মাতার কাজ নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক থেকে আমস্টারডামে এসেছিলেন মমি'র কিউরেটর এবং চলচ্চিত্র সমালোচক এরিক হাইন্স, তার মধ্যে ছিলো কামারের 'অন্যদিন...'। হলভর্তি দর্শকের উপস্থিতিতে আড্ডা শেষে সেখানেই হাইন্স ইচ্ছা প্রকাশ করেছিলেন মমি'তে 'অন্যদিন...' প্রদর্শনীর জন্য। তারপর এখন আসলো 'অন্যদিন...' এবং কামারের জন্য আনুষ্ঠানিক নিমন্ত্রণ।
আমস্টারডামের 'তুসান্সকি'তে থিয়েটারে 'অন্যদিন...' প্রদর্শনীর পরে মিউজিয়াম অফ মুভিং ইমেজের কিউরেটর এবং চলচ্চিত্র সমালোচক এরিক হাইন্সের সাথে আড্ডায় কামার আহমাদ সাইমন)
কামার আহমাদ সাইমনের জলত্রয়ীর (ওয়াটার ট্রিলজির) দ্বিতীয় ছবি 'অন্যদিন...' জলত্রয়ীর প্রথম ছবি 'শুনতে কি পাও!' আন্তর্জাতিক উৎসব অঙ্গনে বাংলাদেশের একটি আলোচিত ছবি। বিশ্বের এ-ফেস্টিভ্যাল লিস্টের অন্যতম লোকার্নোর ওপেন ডোর্সের উদ্বোধনী ছবি এবং প্রাচীনতম প্রামাণ্য উৎসব ডক-লাইপজিগের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়েছে 'শুনতে কি পাও!'। এই ছবি কামারকে এনে দিয়েছে প্যারিসে গ্রাঁ প্রি, মুম্বাইয়ে স্বর্ণশঙ্খ, শ্রেষ্ঠ সিনেমাটাগ্রাফিসহ আরও অনেকগুলা আন্তর্জাতিক সম্মাননা ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।