দুবাইয়ের রাস্তায় ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন, সৈকতে খেলছেন ফুটবল। বুধবার (০৯ মার্চ) বলিউড বাদশা শাহরুখ খান তার ইনস্টাগ্রামে এমন একটি বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করেন।
ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করে শাহরুখ ক্যাপশনে লিখেছেন, ‘‘দুবাইয়ে প্রতিটি মুহূর্ত বিশেষ কিছু। আসুন আমার সঙ্গে দুবাই ঘুরে দেখুন।’’
ইতোমধ্যে বিজ্ঞাপনটি ইনস্টাগ্রামে এক মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছে। বিজ্ঞাপনটির শুরুতেই দেখা যায় শাহরুখ খান তার বিখ্যাত ট্রেডমার্ক ভঙ্গিতে দুবাইয়ের ‘আটলান্টিস পাল্ম’ হোটেলের সামনে শুটিং করছেন। তখন শাহরুখের কাছে তার কন্যা সুহানার ফোন আসে। সুহানা তাকে দুবাইয়ের সময়গুলো উপভোগ করার পরামর্শ দেয়।
এরপরই দেখা যায় শাহরুখ খান দুবাইয়ের রাস্তায় ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন। রাস্তায় সবার সঙ্গে নেচে গেয়ে হুল্লোরে মেতে উঠেছেন। এমনটি দুবাইয়ের সৈকতে ফুটবল খেলছেন।
বিজ্ঞাপন চিত্রটি মূলত দুবাইয়ের পর্যটনকে বিশ্বের কাছে তুলে ধরতেই নির্মাণ করা হয়েছে।