• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নতুন প্রেমে মজেছেন প্রভা-ইমরান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০৬:৩০ পিএম
নতুন প্রেমে মজেছেন প্রভা-ইমরান

নতুন প্রেমে মজেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। গায়ক ও  সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের সঙ্গে প্রভার প্রেমের গুঞ্জন ভাসছে বাতাসে। তবে দুজনের কেউই এই সম্পর্কের ব্যাপারটি স্বীকার করেননি।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সম্প্রতি ইমরান-প্রভার রসায়ন বেশ জমে উঠেছে। লাইক কমেন্ট আর রোমান্টিক খুনসুটিতে মেতে উঠছেন তারা। তাই দেখেই ভক্তরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছেন।

একটি স্টোরিতে ইমরানের জন্মদিন নিয়ে আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেছেন প্রভা।

স্ট্যাটাসে প্রভা লিখেন, “ইমরান আমি তোমাকে নিয়ে কিছু লিখতে চাই, কিন্তু লিখতে গিয়ে আমি বারংবার আবেগেতাড়িত হয়ে যাচ্ছি। আমি শুধু তোমায় বলতে চাই আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, যখন আমার তোমাকে দরকার। সত্যিই তুমি একজন সুপারস্টার।” 

ইনস্টাগ্রামে প্রভা ও ইমরানের পোস্টগুলোতে দেখা যায় ঘেঁটে দেখা যায়, ‘অনেক ছবিতেই প্রভাকে ইমরান ‘আমার গর্জিয়াস’, আবার ‘অ্যাঞ্জেল ‘ ‘প্রভামণি’বলেও সম্বোধন করেছেন।

এ বছরের শুরুতেই প্রভা ইনস্টাগ্রামে একাধিক ছবি আপলোড করেন। যার কয়েকটি ইমরানের সঙ্গে। সেখানে ক্যাপশন জুড়ে দেন, ‘অ্যাজ লং অ্যাজ ইউ কিপ ফেইথ ইনশাআল্লাহ, নো ইভিল ক্যান চাট ইউর হার্ট অ্যান্ড নো সরো ক্যান রিউন ইয়োর ডে। মে ইয়োর লাইফ বি ফিল্ড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। মাহমুদুল হক ইমরান, থ্যাংকস ফর দ্য ক্লিক।’

সেই ছবির নিচে ইমরান লিখেছেন— লুকিং মাশাআল্লাহ। মাই বিউটিফুল অ্যাঞ্জেল। তার নিচেই প্রভা লিখেছেন, থ্যাংক ইউ বাচ্চা।

তবে প্রভা বিষয়টি শুধুই ‘ভালো বন্ধুত্ব’ ছাড়া আর কিছু নয় বলে জানান। 

Link copied!