• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দেবের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ, হয়েছে মামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৭:২৪ পিএম
দেবের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ, হয়েছে মামলা

ভারতের টালিগঞ্জের অ্যাকশন তারকা ও  তৃণমূল সাংসদ দীপক অধিকারী দেবের বিরুদ্ধে গরু পাচারের মামলা হয়েছে। এরইমধ্যে এই অভিনেতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এমনকি এই মামলায় দেবকে জিজ্ঞাসাবাদ করবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দেবের কাছে বুধবার (৯ ফেব্রুয়ারি) সিবিআইয়ের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে আগামী ১৫ ফেব্রুয়ারি দেবকে নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতার দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। তবে নায়ক দেবের সঙ্গে গরু পাচার ঘটনার কী সম্পর্ক সেটি এখনও স্পষ্ট নয়। এমনকি সিবিআইয়ের নোটিশেও এ ব্যাপারে কিছু বলা হয়নি।

জানা যায়, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই গরু পাচারের ঘটনায় যে সকল সাক্ষীদের জেরা করেছিল, তাদের বক্তব্যেই উঠে এসেছে দেবের নাম। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন দেব। এখন পর্যন্ত তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে গরু পাচার ঘটনা তদন্তে কলকাতা রাজ্য পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকতাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ও ইডি। গরু পাচারের লভ্যাংশের টাকার ক্ষেত্রে কিছু প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টটা স্পষ্ট হয়েছে বলেও সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে।

Link copied!