• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দুর্ঘটনার কবলে পরীমনি, হাসপাতালে ভর্তি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৬:৫৪ পিএম
দুর্ঘটনার কবলে পরীমনি, হাসপাতালে ভর্তি!

দুর্ঘটনার কবলে পরে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এই কথা জানান তিনি।

পরীমনির শেয়ার করা ছবিতে তার হাতে হাতে কেনুলা ও রক্তের ব্যাগ যুক্ত অবস্থায় দেখা যায়। ছবি ক্যাপশনে তিনি ইংরেজিতে লিখেছেন, ‘একটি দুর্ঘটনা’। একই পোস্টে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে আছেন বলে উল্লেখ করেছেন তিনি।

ঢাকাই সিনেমার আলোচিত পরীমনি হাসপাতালে ভর্তি হয়েছেন। নায়িকা নিজেই রোববার (২৭ মার্চ) বিকেলে তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ ব্যাপারে কোন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংবাদপ্রকাশের পক্ষ থেকে পরীমনি কিংবা তার স্বামী শরিফুল রাজের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া দেননি তারা।

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমণি ও রাজ। বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা। ১১ মার্চ পরীমনি ও শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘গুণিন’ মুক্তি পেয়েছে।

 

Link copied!