• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দর্শক হৃদয় জয় করলো ‍‍`চন্দ্রাবতী কথা‍‍`


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ১২:০৯ এএম
দর্শক হৃদয় জয় করলো ‍‍`চন্দ্রাবতী কথা‍‍`

করোনা আবহের মধ্যেই জমজমাট বিংশতিতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী এ উৎসবের ৮ম দিনের নির্ধারিত ভেন্যুগুলোতে চলছে বিভিন্ন দেশের সিনেমা। এদিন সন্ধ্যায় দর্শকের মনের তৃপ্ততা দিয়েছে নূরুল আলম আতিকের প্রশংসিত পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা 'চন্দ্রাবতী কথা'।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ‘চন্দ্রাবতী কথা’ দেখতে পেয়েছেন দর্শক।

চলচ্চিত্রটি সম্পর্কে জানতে চাইলে নির্মাতা এন রাশেদ চৌধুরী বলেন, "বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। মলুয়া, দস্যু কেনারামের পালা এবং অসম্পূর্ণ রামায়ণ তার অন্যতম সৃষ্টি। তবে তার সৃষ্টির চেয়ে বেশি নাটকীয় এবং একই সঙ্গে বিয়োগান্তক তার নিজের জীবন। ষোড়শ শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য এই সিনেমাটি।"

সিনেমাটি দেখতে আসা উচ্ছ্বসিত দর্শক রায়হান কবির বলেন, "বাংলা সিনেমা জগতে একটি উজ্জ্বল ইতিহাস হতে পারে 'চন্দ্রাবতী কথা' সিনেমাটি। চরিত্র এবং অভিনয় দুটোই প্রশংসার দাবিদার। আমরা এরকম সিনেমা আগামীতেও দেখতে চায়।"

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আবিদা সুলতানা ছোটন বলেন, " আমরা পাঠ্যবই থেকে চন্দ্রাবতী সম্পর্কে জেনেছি। এর আগে এরকম সিনেমা আমার দেখা হয়নি। আমি আজকের সিনেমাটি উপভোগ করেছি। চন্দ্রাবতী চরিত্রটি ফুটিয়ে তুলেছে আনুষাঙ্গিক চরিত্রগুলো। "

‘চন্দ্রাবতী কথা’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দিলরুবা দোয়েল এবং চন্দ্রাবতীর প্রেমিক জয়ানন্দের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

এ ছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ, জয়িতা মহলানবিশসহ অনেকে।

Link copied!