• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকায় হুট করে বিয়ের আয়োজনে মীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৪:৩৬ পিএম
ঢাকায় হুট করে বিয়ের আয়োজনে মীর

ঢাকায় একটি বিয়ের আয়োজনে হুট করে ঢুকে পড়েন মীরাক্কেলখ্যাত জনপ্রিয় উপস্থাপক ও কৌতুক অভিনেতা মীর আফসার আলী। নিজের ইউটিউব চ্যানেল ‘ফুডকা’য় বাংলাদেশের খাবার নিয়ে রিভিউ করতে সম্প্রতি বাংলাদেশে এসেছেন তিনি। শুক্রবার (২৫ মার্চ ) ঢাকায় এসেই ফুড রিভিউ করতে করতে ধানমন্ডিতে আয়োজিত এক বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়েছেন মীর। সেই বিয়ের ছবি মীর শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে।

বিয়ের বর মাহিন হোসেন ও কনে রওনাক ফেরদৌস লামিয়াকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি শেয়ার করে মীর ফেসবুক পোস্টে লিখেন, “কিন্তু ওদের বিয়েতে বিনা আমন্ত্রণে আমরা ঢুকলামই বা কেন? সেটা জানা যাবে খুব শিগগিরই।” পোস্টের সঙ্গে দিয়েছেন লাভ ইমোজি।

মীরের হঠাৎ এই উপস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের সঙ্গে কথা হয় বর ও নববধূ মাহিন হোসেন ও রওনাক ফেরদৌস লামিয়ার সঙ্গে। বিয়ে-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে মীরের এমন অপ্রত্যাশিত আগমনে দুজনেই ভীষণ খুশি।

কনে রওনাক ফেরদৌস লামিয়া সংবাদ প্রকাশকে বলেন, “ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে শুক্রবার (২৫ মার্চ) আমাদের বিয়ে-পরবর্তী অনুষ্ঠান ছিল। আমরা হঠাৎ দেখতে পেলাম মীরদা তার পুরো ‘ফুডকা’ টিম নিয়ে হাজির। এসেই আমাদের সবার সঙ্গে পরিচিত হলেন। কী সুন্দর তাদের ব্যবহার! সব মিলে তারা প্রায় ২ ঘণ্টার মতো ছিলেন। খুব ভালো ছিল এই অভিজ্ঞতা।”

বর মাহিন হোসেন সংবাদ প্রকাশককে জানান, তাদের বিয়ে-পরবর্তী আয়োজনে খাবার খেয়ে দারুণ মজা পেয়েছেন মীর। মাহিনের ভাষায়, “আমাদের বিয়েতে খাবার মেনু ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি ও বোরহানি। মীরাদাসহ ফুটকার পুরো টিম খাবার খেয়েছেন। সেই সঙ্গে ফুড রিভিউ দিয়েছেন। সব খাবারই তাদের ভালো লেগেছে বলে জানিয়েছেন।”

এদিকে জানা যায়, ঢাকা ছাড়াও বাংলাদেশেও আরও বেশ কিছু শহরের খাবার চেখে দেখবেন মীর ও তার দল। তবে কোন কোন শহরে যাবেন, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

Link copied!