• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘টিকাটুলীর মোড়’ এবার ‘পান্থপথের মোড়’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০২:৪৩ পিএম
‘টিকাটুলীর মোড়’ এবার ‘পান্থপথের মোড়’

ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘টিকাটুলীর মোড়’। সুপারহিট ‘ঢাকা অ্যাটাক’-এর আইটেম গান এটি। গানটির জনপ্রিয়তা এতটাই ছিল যেকোনো অনুষ্ঠানের নাচের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। ছোট-বড় সবার মুখেই তখন শুধু ‘টিকাটুলীর মোড়’ গানটি শোনা যায়।

এবার ‘মিশন এক্সট্রিম' সিনেমার জন্য তৈরি হলো ‘টিকাটুলীর মোড়’ গানটির সিক্যুয়েল ‘পান্থপথের মোড়'। আগের গানটির সঙ্গে মিলে রেখে করা হয়েছে সিক্যুয়েল গানটি। ‘পান্থপথের মোড়ে একটা সিনেমা হল হয়েছে’- কথা দিয়েই শুরু হয় গানটি। যার কথা লিখেছেন ‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার। গানটির কণ্ঠ দিয়েছেন মতিন চৌধুরী এবং সংগীতায়োজন করেছেন মীর মাসুম।

সম্প্রতি ‘মিশন এক্সট্রিম’র প্রচারণায় গানটির প্রিমিয়ার করা হয়েছে। ২৯শে নভেম্বর রাতে প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের ব্যানারে ইউটিউবে প্রকাশ করা হয়েছে গানটি।

নতুন সিক্যুয়েল গানটিতেও নেচেছেন সাঞ্জু জন। সহশিল্পী হয়েছেন মৌ মারমা। গানটির কোরিওগ্রাফি করেছেন মো. রুহুল আমিন।

‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, “মূল গানটি প্রায় ২৩ বছর আগের। গানের মূল মালিকের কাছ থেকে স্বত্ব কিনে নিয়েছি। ‘ঢাকা অ্যাটাক’- সিনেমায় সেই গায়ককে দিয়েই রিমেক করেছিলাম। রিমেক ভার্সনটি সর্বোচ্চ জনপ্রিয়তা পায়।"

সিক্যুয়েল গানটি নিয়ে পরিচালক বলেন,”সেই গানটি ২৩ বছর পর কী হতে পারে, এর পরবর্তী গল্প কী হতে পারে তা মাথায় রেখেই নতুন গানের কথা লিখেছি। গায়ক এবং মিউজিক কম্পোজিশন একই থাকছে। দর্শকদের চমক দিতে গানটি ‘মিশন এক্সট্রিম’-এর প্রমোশনাল গান হিসেবে প্রকাশ করা হয়েছে।“

চলতি বছর ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় নির্মিত হয়েছে সিনেমাটি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ। পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী এই সিনেমায় আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

Link copied!