• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘জাহানারা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৫:২৫ পিএম
‘জাহানারা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত

জনপ্রিয় নির্মাতা অনন্য মামুন পরিচালিত ওয়েব ফিল্ম ‘জাহানারা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রিমিয়ার শোতে ওয়েব ফিল্মটির সঙ্গে যুক্ত অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। এতে জেলেপল্লীর এক নারীর গল্প বলা হয়েছে। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে প্রথমে ওয়েব ফিল্মটি অংশগ্রহণ করবে।

সুদীপ্ত সাইদ খানের সংলাপে জাহানারা সিনেমায় অভিনয় করেছেন সজল নূর, সাজিয়া হক মিমি, শাকিলা পারভিন, প্রাণ রয়সহ আরও অনেকে। গত বছর ডিসেম্বরে জাহানারা সিনেমার শুটিং শুরু হয়।

এ প্রসঙ্গে অনন্য মামুন জানান, একটি জেলে পল্লী ও তার অগ্রযাত্রায় এক নারীর ভুমিকা নিয়ে জাহানারার গল্প। আমরা চেষ্টা করেছি ভালো কিছু উপহার দিতে। আশা করি দর্শকরা জাহানারাকে লুফে নেবে।’

জাহানার সিনেমার নায়ক সজল বলেন, ‘জাহানারা আমাদের অনেক কষ্টের একটি ফল। প্রিমিয়ার দেখে অনেকেই প্রশংসা করেছেন। এটা সত্যিই ভালো লাগার। ছবিটি মুক্তি পেলে সর্বস্তরের দর্শকরাও ছবিটি পছন্দ করবে বলেই বিশ্বাস করি।’

জাহানার সিনেমার নায়িকা সাজিয়া হক মিমি বলেন, ‘জাহানারা’ মুভিটির নাম ভূমিকায় অভিনয় করেছি। পরিচালক অনন্য মামুনের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি ছবিটি সবার ভালো লাগবে।’

ছবিটি মুক্তির বিষয়ে পরিচালক জানালেন, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহনের পর দেশীয় কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে জাহানারা। জাহানারা ওয়েব ফিল্মটি ক্রিয়েটিভ মিডিয়া ভিশনের প্রথম প্রোডাকশন।

Link copied!