• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জাদা স্মিথ কোন অসুখে ভুগছেন!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৬:০০ পিএম
জাদা স্মিথ কোন অসুখে ভুগছেন!

অস্কারের মঞ্চে এমন ঘটনা এর আগে ঘটেনি। অস্কারের লাইভ টেলিকাস্ট চলার সময় উপস্থাপক ক্রিস রককে রেগে গিয়ে চড় মেরেছেন উইল স্মিথ। উইল স্মিথের স্ত্রী জাদা পিঙ্কেট স্মিথের ন্যাড়া মাথা নিয়ে রসিকতা করার জেরে ৯৪তম অস্কারের আসরে এমন অপ্রত্যাশিত ঘটনার জন্ম নেয়। 

কিন্তু কোন কারণে এতটা রেগে গিয়েছিলেন স্মিথ? জানা যায়, স্মিথের স্ত্রী জাদা পিঙ্কেট অ্যালোপেশিয়া (Alopecia) নামক এক রোগে আক্রান্ত। সেই কারণেই তার মাথায় চুল নেই।

২০১৮ সালে জাদার এই অসুখটি ধরা পড়ে। তার পর থেকেই প্রকাশ্যেই এই বিষয়টি নিয়ে কথা বলে এসেছেন তিনি। এমনকি ইনস্টাগ্রামের একটি ভিডিওতে তিনি এই অসুখের বেশ কয়েকটি কারণও বলেন।

বিশেষ কারণে চুল পড়ে মাথায় টাক পড়ে গেলে তাকে অ্যালোপেশিয়া বলা হয়। যদিও সাধারণ টাক পড়ার সঙ্গে অ্যালোপেশিয়ার পার্থক্য রয়েছে। এই রোগে এলোমেলোভাবে চুল উঠে যায়। ফলে মাথায় অবিন্যস্ত হয়ে যায় চুলের ধরন। মাথার বিভিন্ন জায়গায় ছোট ছোট বৃত্তাকার টাক পড়ে।

নারীদের মধ্যে অনেকেই অ্যালোপেশিয়া নামের এই সমস্যায় ভোগেন। বিশ্বে এ ধরনের রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে।

Link copied!