• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘ছ্যাচড়ার মতো’ ভক্তদের কাছে যা চাইলেন অপু বিশ্বাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৭:৩৮ পিএম
‘ছ্যাচড়ার মতো’ ভক্তদের কাছে যা চাইলেন অপু বিশ্বাস

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। সেখান থেকে লাইভে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ছবির প্রচানায় অংশ নেন। লাইভে অসংখ্য বার ভক্ত ও দর্শকদের ছবিটি দেখার অনুরোধ করে অপু বলেন, ‘‘ছ্যাচড়ার মতোই বলছি, দয়া করে সবাই ছবিটি দেখবেন, সবাই ছবিটির সাথেই থাকবেন।’’

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক লাইভে অপু বলেন, অনেক দিন পর বাংলা সিনেমার প্রতি দর্শকের ভালোবাসা বোঝা যাচ্ছে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ছবিটির কলাকুশলীসহ দর্শকদের ধন্যবাদ জানান অপু বিশ্বাস। এই ছবির নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন নায়ক বাপ্পি চৌধুরী।

লাইভে অপু স্মৃতিচারণ ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। সদ্য মুক্তি পাওয়া ছবিটি নিয়ে অপু বলেন, আমি খুবই আনন্দিত যে এফডিসির সবাই আমার ছবিটির প্রচারণা করছেন। এভাবে সবাই মিলে কাজ করলে বাংলা ছবি অবশ্যই সামনে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গত ১১ ফেব্রুয়ারি মুক্তি পায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২। প্রায় চার বছর আগে ২০১৮ সালে এ সিনেমার নির্মাণকাজ শুরু হয়। শেষ হয়েছিল করোনাভাইরাস মহামারির আগেই। কথা ছিল ২০১৯ সালে দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি। সেই ছবি অবশেষে মুক্তি পেলো এবার ভালোবাসা দিবসকে উপলক্ষ করে।

Link copied!