• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ছেলের জন্য গর্বিত অমিতাভ বচ্চন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০২:৩৭ পিএম
ছেলের জন্য গর্বিত অমিতাভ বচ্চন

দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন অভিষেক বচ্চন। থ্রিলার-সাসপেন্স ‘বব বিশ্বাস’ সিনেমা মুক্তি পাচ্ছে তার। এর আগে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এতে প্রশংসিত হচ্ছেন তিনি।

অভিষেকের বাবা অমিতাভ বচ্চনও ট্রেলারটি দেখেছেন। ছেলের অভিনয়ে মুগ্ধ তিনি। করছেন ভূয়সী প্রশংসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিতাভ লিখেছেন, “আমি গর্বের সঙ্গে বলতে পারি, তুমি আমার ছেলে।”

কৃতজ্ঞতা স্বীকার করেছেন অভিষেকও। অমিতাভের টুইট রিটুইট করে তিনি লেখেন, “লাভ ইউ পা। কিন্তু তুমি সব সময় আমাদের বিগ বি (বব)।”

২০১২ সালে সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’ ছবিতে এ বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করেই বাজিমাত করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। কিন্তু ‘কাহানি’র প্রিক্যুয়েল হিসেবেই যখন ‘বব বিশ্বাস’ ছবিটি তৈরির কথা ঘোষণা করা হলো, তখন জাতীয় স্তরের দর্শকদের কথা মাথায় রেখেই শাশ্বত নয়, বরং দুই প্রযোজক সুজয় ও শাহরুখ খান অভিষেক বচ্চনকে বেছে নিয়েছেন, যা নিয়ে বিতর্কও কম হয়নি। তবে সবটাই এখন অতীত। এখন দর্শকরা দেখার অপেক্ষায় রয়েছেন একজন ঠান্ডা মাথার খুনির চরিত্রে অভিষেক বক্স অফিসে কটা ছক্কা হাঁকাতে পারে?

কলকাতায় প্রায় ৪০ দিন ধরে শহরের বিভিন্ন অংশে শুট করেছিলেন জুনিয়র বচ্চন। এর মধ্যেই করোনার হানা। তবে এবার ‘বব বিশ্বাস’ দর্শকদের জন্য আসতে প্রস্তুত। আগামী ডিসেম্বর মাসের ৩ তারিখে জি৫ -এ মুক্তি পাচ্ছে এ ছবি। অভিষেকের পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং-ও।

Link copied!