ছেলেদের সিনেমায় আনতে চান না কারিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০২:১৩ পিএম
ছেলেদের সিনেমায় আনতে চান না কারিনা

প্রথম সারির বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তবে তিনি চান না তার দুই ছেলে চলচ্চিত্র দুনিয়ায় আসুক। তৈমুর ও জাহাঙ্গীরকে তিনি বলিউড থেকে হাজার মাইল দূরে রাখতে চান।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কারিনা বলেন, “আমি চাই না ছেলেরা অভিনয়ে ঢুকে যাক। যদি বড় হয়ে বলে মা, আমি এটা করতে চাই বা ওটা করতে চাই, তাহলেই মনে হয় আমি বেশি খুশি হবো। যদি বলে আমি এভারেস্ট জয় করতে চাই তাহলেও খুশি হবো। কারণ, বুঝবো তারা নিজেরা নিজের মতো করে বড় হতে চায়।”

নিজের ছেলেদের শতভাগ ভদ্রলোক হিসেবে দেখতে চান এ অভিনেত্রী। তিনি বলেন, “আমি চাই আমার দুই পুত্রই শতভাগ ভদ্রলোক হোক। আমি চাই মানুষ বলুক, তারা ভালোভাবে লালিত-পালিত হয়েছে।”

তবে তিনি সন্তানদের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চানা না। তার ভাষ্য, “আমি চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নই। আমি চাই ওরা নিজেরা পড়ে গিয়ে শিখুক। কারণ এভাবেই আমার মা আমাদের শিখিয়েছে। আমি বিশ্বাস করি, নিজের ভুল থেকেই সবচেয়ে বড় শিক্ষা লাভ করা যায়। দুই ছেলেকে সেভাবেই বড় করতে চাই।”

কারিনা কাপুর খান দ্বিতীয়বারের মতো মা হয়েছেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। নাম রেখেছেন জাহাঙ্গীর। প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়েছে ২০১৬ সালে। নিজের অভিনয় জীবনের পাশাপাশি সংসার জীবনে মা হিসেবে দুই সন্তানের দেখভাল করায় ছাড় দেননি সামান্যটুকুও।

Link copied!