তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তার সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন ডিবি কর্মকর্তারা।
ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আলোচিত ওই ফোনালাপ নিয়ে নায়িকা মাহিয়া মাহিকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ডিবি। মাহি বর্তমানে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে অবস্থান করছেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহি ও মুরাদ হাসানের একটি ফোনালাপ ফাঁস হয়। সেই ফোনে ডা. মুরাদ অশ্লীল ও আপত্তিকর ভাষায় মাহির সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মাহিকে ধর্ষণের হুমকিও দেন। এছাড়া, তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেন মুরাদ। এমন বক্তব্যে মুরাদ হাসানের পদত্যাগ দাবি করে বিএনপি। এছাড়া নারী অধিকার কর্মীরাও তার পদত্যাগ দাবি করে বিবৃতি দেয়।
এসব ঘটনা মধ্যেই সোমবার রাতে ডা. মুরাদ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ডা. মুরাদ হাসান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য। পেশায় চিকিৎসক এই রাজনীতিবিদ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য। এর আগে তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে ২০১৯ সালের মে মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।