• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চিকিৎসকের পর্যবেক্ষণে থাকছেন লতা মঙ্গেশকর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৪:৪৮ পিএম
চিকিৎসকের পর্যবেক্ষণে থাকছেন লতা মঙ্গেশকর

গত শনিবার (৮ জানুয়ারি) করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। বার্ধক্যজনিত কারণে শঙ্কা মুক্ত থাকলেও তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে লতা মঙ্গেশকরকে আরও অন্তত ১০ থেকে ১২ দিন পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা। হিন্দুস্থান টাইমসের এক খবরে বলা হয়, করোনার সঙ্গে লতা মঙ্গেশকরের নিউমোনিয়ার লক্ষণও রয়েছে।

তবে এখনও পর্যন্ত বাড়তি অক্সিজেনের প্রয়োজন হয়নি। রক্তে অক্সিজেনের মাত্রাও ঠিক আছে। শঙ্কা মুক্ত না হওয়া পর্যন্ত আগামী ১০ থেকে ১২ দিন শিল্পীকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।

আগে থেকেই শ্বাসকষ্ট থাকায় করোনার সময়ে বেশ সাবধানেই ছিলেন বর্ষীয়ান এই শিল্পী। তবে ২০১৯ সসালে একবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। চেস্ট ইনফেকশনের কারণে শ্বাসকষ্ট হয়েছিল তার।

এদিকে লতার পরিবার অনুরোধ জানিয়ে বলেন, ‘‘দয়া করা আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন।’’ এ সময় পরিবারের পক্ষ থেকে লতার সুস্থতার জন্য প্রার্থনা চাওয়া হয়।

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ইন্দোরে জন্ম লতা মঙ্গেশকরের। তিনি এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান করেছেন।

এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডও তারই। ১৯৮৯ সালে ভারত সরকার তাকে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত করে।

Link copied!