• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চলচ্চিত্র সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৬:২৬ পিএম
চলচ্চিত্র সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি

বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচন সকল সদস্যের উপস্থিতিতে ৭ জানুয়ারি সাধারণ সভা এবং ২৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সমিতির বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর এ তথ্য নিশ্চিত করেছেন। 

মিশা শওদাগর বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে। গত ৩০ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির মেয়াদ শেষ হয়। সেই নিয়ম মেনেই আমরা নির্বাচন আয়োজন করছি। এর আগে ৭ জানুয়ারি সমিতির সব সদস্যের উপস্থিতিতে সাধারণ সভা হবে। সেখানে বিগত কমিটির বাৎসরিক আয়, ব্যয়সহ নানা কাজের হিসাব তুলে ধরা হবে।”

এবারও জায়েদ খানের সঙ্গে এ প্যানেলে নির্বাচন করবেন জানিয়ে তিনি বলেন, “জায়েদ খান ও আমি এবার একই প্যানেলে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এবারে ২১ সদস্যের প্যানেলে এক–দুইটা পরিবর্তন আসতে পারে।”

অন্যদিকে অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে সভাপতি করে একটি প্যানেলে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী নিপুন। তবে ইলিয়াস কাঞ্চন এখনও নির্বাচন করার কথা নিশ্চিত করেননি। 

এছাড়া শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। অপর দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। 

এছাড়াও আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপেল বোর্ডের সদস্য করা হয়েছে।

Link copied!