বলিউড অভিনেত্রী দিশা পাটানি সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানকার কিছু খোলামেলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন। সেই ছবি নিয়ে নেটিজনেরা বিভিন্ন মন্তব্য করতে থাকেন। কেউ কেউ তার ফ্যাশনের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন। এতেই বেজায় চটেছেন দিশা।
ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে দিশা লিখেছেন, ‘আমি জানি কিভাবে ব্লক করতে হয়। কিছু মানুষ শুধু ঘৃণা ছড়াতে জানে। এটা খুবই সহজ যে তাদের বাজে মন্তব্যে আমার কিছুই আসে যায় না। কোন পোশাক পড়ব সেটা একান্তই আমার ব্যক্তিগত পছন্দ।’
দিশাকে পরবর্তীতে ‘এক ভিলেন’ এবং ‘যোদ্ধা’ ছবিতে দেখা যাবে। ‘এম এস ধোনী: দি আনটোল্ড স্টোরি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় দিশার।