• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্যাটের বিয়েতে যা উপহার দিয়েছেন সালমান-রণবীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৪:৩০ পিএম
ক্যাটের বিয়েতে যা উপহার দিয়েছেন সালমান-রণবীর

দীর্ঘদিন গোপনে প্রেম করার পর গেল ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। রাজস্থানের বিলাসবহুল সিক্স সেন্স দুর্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের।

ক্যাটের এই বিয়েতে বলিউডের অনেক সহকর্মী আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু তার সাবেক দুই প্রেমিক সালমান খান ও রণবীর কাপুর আমন্ত্রণ পাননি। তাতে কী হয়েছে—নিজেরা না গেলেও বিয়ের উপহার ঠিকই পাঠিয়ে দিয়েছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ক্যাটরিনাকে ২.৭ কোটি রুপি মূল্যের হীরার নেকলেস উপহার দিয়েছেন রণবীর কাপুর। অন্যদিকে, সালমান দিয়েছেন একটি রেঞ্জ রোভার, যেটির মূল্য ৩ কোটি রুপি। এখানেই শেষ নয়, রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাট এই নবদম্পতিকে উপহার দিয়েছেন এক ঝুড়ি পারফিউম। এগুলোর মূল্য লাখ রুপির উপর।

বলিউড ইন্ডাস্ট্রির অন্য তারকারাও ভিকি ও ক্যাটরিনাকে বিয়ের উপহার দিয়েছেন। জানা গেছে, আনুশকা শর্মা ৬.৪ লাখ রুপি মূল্যের কানের দুল উপহার দিয়েছেন। সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’, ‘জব তাক হ্যায় জান’ সিনেমায় অভিনয় করেছেন ক্যাটরিনা। এই অভিনেতা দিয়েছেন ১.৫ লাখ রুপি মূল্যের একটি চিত্রকর্ম। এছাড়া ক্যাটরিনার ‘ব্যাং ব্যাং’ সিনেমার সহ-অভিনেতা হৃতিক রোশান ৩ লাখ রুপি মূল্যের গাড়ি ও ‘মনমর্জিয়া’ সিনেমায় ভিকির সহ-অভিনেত্রী তাপসী পান্নু ১.৪ লাখ রুপির একটি ব্রেসলেট উপহার দিয়েছেন।

Link copied!