• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কোক স্টুডিও বাংলার প্রথম গান ২৩ ফেব্রুয়ারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৭:০৭ পিএম
কোক স্টুডিও বাংলার প্রথম গান ২৩ ফেব্রুয়ারি

কোক স্টুডিও বাংলার প্রথম গান ২৩ ফেব্রুয়ারি আসতে চলেছে। গত ৭ ফেব্রুয়ারি জনপ্রিয় গানের নতুন ও ভিন্নধর্মী সঙ্গীতায়োজনের অনুষ্ঠান কোক স্টুডিওর যাত্রা শুরু করে বাংলাদেশে। ভারত ও পাকিস্তানের পর বহুজাতিক কোমল পানীয় কোকা-কোলার উদ্দ্যেগে শুরু হয়েছে নতুন কোক স্টুডিও বাংলা। 

কোক স্টুডিও বাংলার ফেসবুক এবং ইউটিউব পেজে প্রথম গানের ২০ সেকেন্ডের টিজার প্রকাশ করা হয়েছে। এতে খানিকটা জাজ গানের তালে তালে যন্ত্র বাদকদের দুলতে দেখা যায়। অনেক কোক স্টুডিওর ভক্ত ফেসবুকে গানটি নিয়ে মন্তব্য করেছেন। এস পাউল নামে একজন লিখেছেন, ‘অধীর আগ্রহে অপেক্ষা করছি গানটির জন্য’। আরেক ভক্ত সুমন সাহা নতুন কোক স্টুডিওর জন্য শুভকামনা জানিয়েছেন। 


কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক অর্ণব ফেসবুকে কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রথম গান আসতে চলেছে। আপনারা সবাই কোকা-কোলা বাংলাদেশের ফেসবুক পেজে লক্ষ রাখুন।’ 

Link copied!