কিংবদন্তি অভিনেত্রী শবনমের জন্মদিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০১:৫১ পিএম
কিংবদন্তি অভিনেত্রী শবনমের জন্মদিন

বাংলা চলচ্চিত্রের ষাটের দশকের তুমুল জনপ্রিয় নায়িকাদের একজন শবনম। পাকিস্তানের চলচ্চিত্রে দুই দশকের বেশি সময় ধরে শীর্ষ নায়িকা হিসেবে একের পর এক সিনেমায় অভিনয় করে গেছেন। আজ এই কিংবদন্তি অভিনেত্রীর ৮১তম জন্মবার্ষিকী। ১৯৪০ সালের ১৭ আগস্ট তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন।

তবে তিনটিকে ঘিরে কোনো নেই কোনো আয়োজন। করোনাকালে ঘরে কাটছে জন্মদিন। শবনম বলেন, “একটা সময় ছিল যখন জন্মদিনকে ঘিরে অনেক ভালোলাগা কাজ করত। কিন্তু এখন আর সেই ভালোলাগাটা নেই। এখন জন্মদিন এলেই শুধু বারবার মনে পড়ে জীবন থেকে আরও একটি বছর চলে গেল। মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি। এসব মনে হলেই মন খারাপ হয়ে যায়। তাই জন্মদিন মানে এখন মন খারাপের দিন। আনন্দের দিন নয়। তারপরও সবার কাছে দোয়া চাই, যত দিন বাঁচি, যেন সুস্থ থাকি, ভালো থাকি।”

অশোক ঘোষ পরিচালিত ‘নাচের পুতুল’ চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের লিপে মাহমুদুন্নবীর গাওয়া ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’ গানটি এখনো দারুণ জনপ্রিয়। এ ছবির নায়িকা ছিলেন শবনম। দেশের সংগীতাঙ্গনে কালজয়ী এক গান। গানটির দৃশ্যায়নে শবনমের অনবদ্য অভিনয় এখনো দর্শকের মন ছুঁয়ে যায়।

বাংলাদেশি চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটলেও স্বাধীনতা-উত্তর সময়টাতে উর্দু চলচ্চিত্রে পাকিস্তানের হয়ে তিনি অর্জন করেছিলেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। শুধু তা-ই নয় পাকিস্তানের সিনেমায় সম্ভাব্য সব পুরস্কার ও স্বীকৃতিও তিনি অর্জন করেছেন। পেয়েছেন সর্বোচ্চ ১১ বার নিগার অ্যাওয়ার্ড।

স্বাধীনতার পর তিনি নিয়মিত হন বাংলাদেশে। এখানেও বাজিমাত করেছেন সুপারহিট সব ছবিতে অভিনয় করে। তবে দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে কাজী হায়াত-মান্না জুটির ‘আম্মাজান’ ছবি দিয়ে নতুনভাবে প্রত্যাবর্তন হয় তার। সে ছবির পর থেকে সবার হৃদয়ে ‘আম্মাজান’ হিসেবে স্থান করে নেন তিনি।

এরপর ২২ বছরে দেশের চলচ্চিত্রে আর দেখা মেলেনি শবনমের। তবে কি আর লাইট-ক্যামেরার সামনে দাঁড়াবেন না? একদমই তা না। ‘নাচের পুতুল’খ্যাত এ অভিনেত্রী এখনো ভালো গল্পের চলচ্চিত্রে কাজের অপেক্ষায় আছেন। মাঝখানের এ দীর্ঘ সময়ে অনেক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু গল্প পছন্দ না হওয়ায় কাজ করা হয়ে ওঠেনি। এমনটাই জানান অভিনেত্রী। মাঝখানে ‘খোদার পরে মা’ চলচ্চিত্রে অভিনয়ের কথা থাকলেও শেষে তিনি জানতে পারেন ছবির গল্পটি মৌলিক নয়। তাই সরে দাঁড়ান।

Link copied!