• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

কারাগার থেকে বেরিয়ে যা বললেন পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০৭:০৮ পিএম
কারাগার থেকে বেরিয়ে যা বললেন পরীমনি

প্রায় একমাস কারাভোগ শেষে মাদক মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার (১ সেপ্টেম্বর) কাশিমপুর থেকে বেরিয়েই পেলেন আমজনতার রাজকীয় সম্ভাষণ।

কারাগার থেকে বের হওয়ার সময় পরীমনির হাতের তালুকে লেখা ছিল—‘ডোন্ট লাভ মি বিচ’। এ বার্তাটি কার জন্য পর বার্তা ছড়িয়ে দিলেন পরী, সেটি আসলে কার উদ্দেশে?

জবাবে পরীমনি বলেন, ‘খুব সাধারণ উত্তর, আমার এই বার্তা বিচদের জন্য। ভালো মানুষদের জন্য নয়।’

কিন্তু আপনার দৃষ্টিতে এই ‘বিচ’ কারা—জানতে চাইলে তিনি বলেন, “এটা লিখেছি আমার চারপাশের দু’মুখো সাপগুলোর জন্য। যারা ভালোবাসা মুখে দেখায়, কিন্তু হৃদয়ে বিষ ধারণ করে। আমার বিশ্বাস, যাদের জন্য বলেছি, তারা ঠিকই টের পেয়েছেন।”

বাসা ছাড়ার নোটিশ পেয়ে পরীমনি বলেন, “বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে বাসা ছাড়ার নোটিশ পেলাম! এখন কি আমি নিজ বাসায় থাকার অধিকারটাও হারাচ্ছি! আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাবো? নাকি দেশ ছাড়বো। আমি আমার বয়স্ক নানুভাইকে নিয়ে থাকি। এখন আমি কই যাবো?”

পরীমনি জানালেন, চার দিন আগে তাকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে। আজ বাসায় ফিরে তিনি সেটা জানতে পারেন।

মাদক মামলায় ২৭ দিন পর জামিন পেলেন এই শীর্ষ নায়িকা। পরীমনিকে নিতে কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন। পরে সকাল ৯টা ৩৭ মিনিটে গাড়িতে তাকে নিয়ে কারাফটক ত্যাগ করেন তারা।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে পরীমনির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় তিনি পরীমণির জামিন মঞ্জুর করেন।

Link copied!