• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

কানে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৫:০৩ পিএম
কানে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’

বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশের সিনেমা ‘রোহানা মরিয়ম নূর’। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ছবিটি ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়েছে। বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিট) কানের পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে এটি প্রদর্শিত হয়।

আর সেখানেই ১ ঘণ্টা ৪৭ মিনিটের ছবিটির প্রদর্শনী শেষে দর্শকরা দাঁড়িয়ে সম্মাননা জানায় ‘রেহানা মরিয়ম টিম’কে। ডয়চে ভেলেসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে এ খবর।

‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শনী শেষে দর্শকদের এমন ভালোবাসা, শ্রদ্ধা ছুঁয়ে গেছে সিনেমাটির পুরো টিমকেই। বিশেষ করে ছবির মূল চরিত্র ‘রেহানা’ হিসেবে অভিনয় করেছেন যে আজমেরি হক বাঁধন, তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। অশ্রুসিক্ত হয়ে ওঠেন। কানের মঞ্চে দাঁড়িয়ে তার এই কান্না আবেগের, গর্বের। পরিচালক সাদ তখন স্যালুট জানাচ্ছিলেন দর্শকদের।

Link copied!