ঢালিউডের বড় তারকা ছিলেন সালমান শাহ। অভিনয়ে পাশাপাশি হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের স্টাইল আইকন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায়ই পাড়ি জমান না ফেরার দেশে। সেই অভিনেতাই ইচ্ছা পোষণ করেছিলেন জাতীয় চলচ্চিত্রপ্রাপ্ত পরিচালক কাজী হায়াৎের সিনেমায় কাজ করার। এই সময়ের অভিনেতা সাইমন সাদিকের একটি ভিডিও সাক্ষাৎকারে সে গল্প শুনিয়েছেন কাজী হায়াৎ।
সালমান শাহর স্মৃতিচারণ করে কাজী হায়াত বলেন,“আমি একদিন ডাবিং করছিলাম। হঠাৎ সেখানে হাজির হয় সালমান শাহ। বলল, ওস্তাদ একটু কথা বলব। আমি জানতে চাইলাম। এরপর সে বলে, ‘অন্যের থেকে যা নিই, তার চেয়ে দুই লাখ টাকা কম নেব। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব, এরকম একটা চরিত্রে আমাকে নেবেন। কথা দিন।’’
সালমান শাহর সেই অনুরোধ ফেলতে পারেননি কাজী হায়াৎ। জানিয়েছিলেন সালমানকে নিয়ে কাজ করবেন। সে ঘটনার কিছুদিন পরই মারা যান সালমান শাহ। তাই কাজী হায়াৎের সিনেমায় সালমান শাহকে দেখার সুযোগ পায়নি দর্শক।