কাওসার আহমেদ চৌধুরী গীতিকার পরিচয় ছাপিয়ে আরো একটি গুণে ছিলেন অনন্য। দেশের অনেকে তাকে জ্যোতিষী হিসেবেই চিনতেন। প্রথমসারির একটি দৈনিক পত্রিকায় তিনি রাশিফল লিখতেন। সাপ্তাহিক ক্রোড়পত্র ছুটির দিনে ‘আপনার রাশি’ দিয়ে লেখা শুরু। এরপর তার রাশিফল নিয়ে লেখা বিশ্বাসী-অবিশ্বাসী সবার কাছেই পাঠকপ্রিয়তা পায়।
কাওসার আহমেদ চৌধুরী কোনো কিছু পরিকল্পিতভাবে করেননি। ছোটবেলা থেকে খামখেয়ালি আর বাউন্ডুলে স্বভাবের ছিলেন। যখন যা মনে হয়েছে তা শিখেছেন, করেছেন। বয়স যখন ১১ বছর, তখন থেকেই তার জ্যোতিশাস্ত্রের প্রতি অনুরাগের শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তির পর স্বপ্ন দেখেন চিত্রশিল্পী হওয়ার। কিন্তু সেই স্বপ্ন বেশিদিন স্থির হয়নি। এরপর চিত্রনির্মাতা হওয়ার ঝোঁক পেয়ে বসল। সেখানেও মন না টিকলে জ্যোতির্বিদ হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছুটির দিনে ‘আপনার রাশি’ লিখেছেন কাওসার।
এই বরণ্য গীতিকার কাওসার আহমেদ চৌধুরী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
কাওসার আহমেদ চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার পরিবারের ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু।
বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কাওসার আহমেদ চৌধুরী। এর মধ্যে করোনায়ও আক্রান্ত হন তিনি। এক সপ্তাহ আগে সংকটাপন্ন হওয়ায় আইসিইউতেও নেওয়া হয়েছিল।