• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু ২৫ ফেব্রুয়ারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৪:০৩ পিএম
কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু ২৫ ফেব্রুয়ারি

পর্দা উঠতে চলেছে ২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসবের। আগামী ২৫ ফেব্রুয়ারি আয়োজনটি শুরু হয়ে চলবে ১ মে পর্যন্ত। এরআগে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পেছানো হয়েছিল উৎসবটি।

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী এবার নজরুল মঞ্চে আয়োজিত হবে। 

করোনা এবার এই উৎসবে কঠোর বিধি নিষেধ জারি করা হয়েছে। আয়োজক কমিটি আশা করছে প্রতিবারের মতো এবারের উৎসবেও সিনেপ্রেমীদের, সমালোচক, অভিনেতা এবং অন্যান্যদের মিলনমেলায় পরিণত হবে। 

এরআগে এবছর ৭ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল কলকাতা চলচ্চিত্র উৎসব। তবে উৎসব শুরু হওয়ার আগেই করোনা আক্রান্ত হন নির্মাতা রাজ। আক্রান্ত হন পরমব্রত চট্টোপাধ্যায়ও। এরপরেই চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়।

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল ১৯৯৫ সাল থেকে শুরু হয়। শুরুতে ছোট পরিসরে এই উৎসবটি আয়োজন হতো। তবে বর্তমানে এই উৎসব পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ ইভেন্টে পরিণত হয়েছে।

Link copied!