ভারতে করোনাভাইরাসে আক্রান্তের হার প্রতিদিনই বাড়ছে। এর জের এসে পড়েছে বলিউডেও। গত এক মাসে একের পর এক বলিউডের বিনোদন জগতের সেলিব্রেটিদের করোনায় আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। কারিনা কাপুর খান থেকে শুরু করে নোরা ফাতেহি, অনেকের নাম ভেসে আসছে খবরে। এর সবশেষ সংযোজন বলিউড মাসলশ্যান জন আব্রাহাম। একনজরে দেখে নেবো করোনায় আক্রান্ত হয়ে বলিউডের কোন তারকা কোথায়, কেমন অবস্থায় আছেন?
জন আব্রাহাম : নিজের ইনস্টাগ্রামে সোমবার করোনায় আক্রান্ত হয়ে জন আব্রাহাম জানান, তিন দিন আগে তিনি কোভিড পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। তিনি লিখেছেন, “প্রিয়া এবং আমি কোভিড-এর নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছি। আমরা বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছি, তাই অন্য কারও সাথে যোগাযোগ করা হয়নি।”
একতা কাপুর : চলচ্চিত্র নির্মাতা একতা কাপুর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একতা বলেন, “আমি ভালো আছি এবং যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের প্রত্যেককে অনুগ্রহ করে নিজেদের কোভিড পরীক্ষা করার জন্য অনুরোধ করছি।”
মৃণাল ঠাকুর : শনিবার বিকেলে নিজের ইনস্ট্রাগ্রামে করোনা পজিটিভ হওয়ার কথা জানান মৃণাল। ঘরবন্দি হওয়ার খবর দিয়ে তিনি বলেন, “আমার করোনার মৃদু উপসর্গ রয়েছে। কিন্তু আমি ভালো আছি। ডাক্তারের দেওয়া নির্দেশনা মেনে চলার চেষ্টা করছি।”
সম্প্রতি যারা তার সংস্পর্শে ছিলেন তাদের করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী। মৃণাল বলেন, “আপনি যদি আমার সংস্পর্শে এসে থাকেন, তবে অনুগ্রহ করে অবিলম্বে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করছি। সবাই নিরাপদে থাকুন।”
নোরা ফাতেহি : সম্প্রতি করোনায় আক্রান্তের খবর জানিয়েছেন ‘কুসু কুসু’ খ্যাত বলিউড গার্ল নোরা ফাতেহি। সামাজিক মাধ্যমে নোরা বলেন, “আমি করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছি। একেবারে শয্যাশায়ী আমি। যেকোনো মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন, সচেতন থাকুন।”
কারিনা কাপুর : সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান করিনা। তিনি লিখেন, “আমি বাড়ির সবার থেকে আলাদা থাকছি। কোনো শারীরিক অসুবিধা নেই। যারা সস্প্রতি আমার সংস্পর্শে এসেছেন তারা কোভিড টেস্ট করিয়ে নেবেন।”
অর্জুন কাপুর : সম্প্রতি মালাইকা অরোরার বাসায় ক্রিসমাস পার্টিতে গিয়েছিলেন অর্জুন কাপুর। এই পার্টিতে কারিনা কাপুর খান আর অমৃতা অরোরাও গিয়েছিলেন। সেখান থেকেই অর্জুনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
এছাড়া অর্জুন কাপুরের বোন আনসুলা কাপুর, আমরিতা আরোরা, সাসাইয়া কাপুর, মাহিপ কাপুর এবং সিমা খানের মতো বলিউড তারকারা করোনায় আক্রান্ত হয়ে ঘরবন্দি হওয়ার তথ্য জানিয়েছেন।