• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

করোনায় আক্রান্ত হৃদয় খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ১২:৩০ পিএম
করোনায় আক্রান্ত হৃদয় খান

জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। হৃদয় খান নিজে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত বুধবার সকালে ঘুম থেকে উঠে জ্বর অনুভব করেন হৃদয়। এরপর দুপুরে তাপমাত্রা আরও  বাড়ে। হৃদয় বলেন, ‘‘বুধবার খেতে গিয়ে সবকিছুই তিতা লাগছিল। শরীরের ব্যথা অনুভব হচ্ছিল। এরপর দ্রুতই হাসপাতালে গিয়ে ভর্তি হই। পরীক্ষা করে দেখি করোনা পজিটিভ। একটু ভয় পাচ্ছি, টিকা নেওয়া হয়নি আমার।’’
চিকিৎসকের পরামর্শে বাসায় রয়েছেন হৃদয়। বর্তমানে মাথা ও শরীরব্যথা রয়েছে তার। তিনি বলেন, ‘‘কাশি নেই। কিন্তু সারা শরীরে ব্যথা আছে। খেতে পারছি না। এ জন্য শরীরটাও দুর্বল। চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছি।’’
করোনার মধ্যে স্টেজ শোও তেমন একটা করছিলেন না হৃদয়। তিনি বলেন, ‘‘তেমন একটা বের হই না।  করোনার মধ্যে এখন স্টেজ শোও কমিয়ে দিয়েছি। কিন্তু কীভাবে যে কী হয়ে গেল, বুঝলাম না।’’

 

Link copied!