• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কপিল দেবের রূপে রণবীর, সঙ্গে দীপিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০২:১৭ পিএম
কপিল দেবের রূপে রণবীর, সঙ্গে দীপিকা

১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের স্মৃতিটা নিশ্চয়ই মনে আছে? রুদ্ধশ্বাস সেই ম্যাচে ছিল শেষ বলের অনিশ্চয়তা। ব্যাটে বল লেগে উড়ে যেতেই সবার নজর ছিল সেদিকে। ছয় না আউট, কী হবে ম্যাচের ফলাফল! অবশেষে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরে ভারত ক্রিকেট দল।

কবীর খান পরিচালিত ‘এইটিথ্রি’ সিনেমা সেই স্মৃতিকেই আবারও উজ্জীবিত করেছে। সিনেমার ট্রেইলারের প্রথম দৃশ্যেই দেখা যায়, বিশ্বকাপের ফাইনাল ম্যাচের শেষ বল হাকাচ্ছে ব্যাটসম্যান। কপিল দেবের ভূমিকায় বলিউড অভিনেতা রণবীর সিং ব্যাট ধরেছেন।

ট্রেইলারের দৃশ্যে দেখা যায়, সেই ম্যাচে ১৭ রানে ৫ উইকেট হাতে রেখে জিম্বাবুয়েকে হারিয়েছিল ভারত। খেলার শুরুতেই ৯ রানে ৪ উইকেটে পড়ে যায় ভারতের। সেই সময় বাথরুমে ছিলেন অধিনায়ক। তাকে সেখান থেকেই ডেকে জানানো হয় বিষয়টি। এরপর বিশ্বকাপ লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখার সেই ম্যাচে কপিল একাই করেছিলেন ১৭৫ রান।

ট্রেইলারে সাংবাদিক সম্মেলনে কপিলের বেশে রণবীর সিং বলেন, ‘জিততেই তো এসেছি।’ একথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসেন সাংবাদিকরা। কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দেন কপিল দেব।

বিশ্বকাপের শিরোপা জিতে সংবাদ সম্মেলনে কপিল দেব দৃঢ়তার সঙ্গে বলেন, ‘বলেছিলাম না? জিততেই তো এসেছি।’

সবগুলো দৃশ্যই তাজা করে তুলেছেন রণবীর সিং। সিনেমাটির ট্রেইলার মুক্তির পরই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কপিল দেবের চুলের স্টাইল, বাচনভঙ্গি সবই যেন রপ্ত করেছেন রণবীন। কপিলের ভূমিকায় রণবীরের রূপ দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

রনবীরের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোনও। ভারতীয় ক্রিকেট টিমের ম্যানেজার মান সিং-এর চরিত্রে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, অ্যামি ভিরকের ভূমিকায় বলবিন্দর সিং সান্ধু অভিনয় করেছেন।

সেই সময়ের ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন সৈয়দ কিরমানি। তার চরিত্রে অভিনয় করেছেন সাহিল খাট্টারকে। আর সুনীল গাভাস্কারের চরিত্রে অভিনয়ে আছেন তাহির ভাসিন। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে বেড়ে গেছে ভক্তদের আগ্রহ।

চলতি বছর ২৫ ডিসেম্বর বড়দিনেই মুক্তি পেতে যাচ্ছে ‘এইটি থ্রি’ সিনেমাটি। যা হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায়ও মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক।

Link copied!