• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কন্যাসন্তানের বাবা-মা হলেন ফারুকী-তিশা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৯:৪৯ পিএম
কন্যাসন্তানের বাবা-মা হলেন ফারুকী-তিশা

কন্যাসন্তানের মা-বাবা হলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (৫ জানুয়ারি) রাত ৮ টা ২৭ মিনিটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিশা। এ অভিনেত্রীর ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

ফেসবুক স্ট্যাটাস থেকে আরও জানা যায়, নবজাতক কন্যার নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী। মা ও মেয়ে দুজনেই ভালো আছে। 

ফেসবুক স্ট্যাটাসে তিশা আরও লিখেছিলেন, “আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন, আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো? আমি কেন সবকিছুতে অনুপস্থিত? এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন।”

এর আগে ২৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিশা জানিয়েছিলেন, মা হতে চলেছেন এই অভিনেত্রী।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিয়ে হয় ২০১০ সালে। এরপর গেল এক দশকে এই তারকা দম্পতির সবচেয়ে বেশিবার শোনা প্রশ্ন সম্ভবত—কবে সন্তান হবে? অবশেষে বহুল প্রতীক্ষিত সুখবর দিলেন ফারুকী-তিশা। 

Link copied!