• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

এবার ‘কাঁচা বাদাম’-এ নাচলো আল্লু অর্জুনের মেয়ে!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৫:৪৩ পিএম
এবার ‘কাঁচা বাদাম’-এ নাচলো আল্লু অর্জুনের মেয়ে!

দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে ভুবন বাদ‍্যকরের ‘কাঁচা বাদাম’মের সুর। অনেক তারকাই ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে কোমর দুলিয়েছেন। যার সর্বশেষ সংযোজন আল্লু অর্জুনের মেয়ে নাচল ‘কাঁচা বাদাম’ এর সুরে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আরহার নাচের ভিডিও শেয়ার করেছেন আল্লু। ট্রেন্ডিং নাচের স্টেপ মিলিয়ে কোমর দোলাতে দেখা যায় আরহাকে। মেয়ের নাচের ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। ক‍্যাপশনে লিখেছেন, “আমার ছোট্ট বাদাম আরহা’।

কিছুদিন আগেই আল্লু অর্জুন কন‍্যার একটি ছবি দারুণ ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। ছোট্ট আরহা তার কাছে রাজকন‍্যার সমান। তাই দীর্ঘদিন পর অভিনেতা বাড়ি ফিরতেই তাকে স্বাগত জানানোর জন‍্য দারুণ এই আয়োজন করেছিল মিষ্টি আরহা।
১৬ দিন পর নিজের বাড়িতে ফেরেন আল্লু অর্জুন। এতদিন দুবাইতে ছিলেন তিনি। বাবাকে স্বাগত জানানোর জন‍্য ফুলের পাপড়ি দিয়ে ছোট্ট আরহা লিখেছে, “ওয়েলকাম নানা”। ছবিটি শেয়ার করে আল্লু লিখেছিলেন, “সব থেকে মিষ্টি ওয়েলকাম। ১৬ দিন বিদেশে থাকার পর।”

Link copied!