একটি সিনেমার জন্য একজন অভিনেতা-অভিনেত্রী ঠিক কত দিন সময় দিয়ে থাকেন? এক বছর, তিন বছর কিংবা তার চেয়ে কিছু বেশি। কিন্তু জানলে অবাক হবেন বলিউডের বহুল চর্চিত তারকাযুগল আলিয়া ভাট ও রণবীর কাপুর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি সাত বছর ধরে শুটিং করছেন। তাদের সম্পর্কে ভক্তদের নতুন তথ্য দিয়েছেন বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর।
আলিয়া-রণবীরের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটির মুক্তির আশায়। এই সিনেমাটি প্রযোজনা করেছেন করণ জোহর। তিনি বলেন, “সাত বছর ধরে সিনেমাটিতে কাজ করছেন আলিয়া ও রণবীর। আলিয়ার বয়স যখন ২১ তখন তিনি ব্রহ্মাস্ত্রে চুক্তিবদ্ধ হন। এখন এই বলিউড নায়িকার বয়স ২৮ বছর।”
ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়েও রণবীর ছবিটির জন্য সময় দিয়েছেন জানিয়ে করণ বলেন, “ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়েও রণবীর সাত বছর সিনেমাটির জন্য সময় দিয়েছে। একটু একটু করে ব্রহ্মাস্ত্র সিনেমার গল্প এগিয়েছে।”
এই সিনেমার মধ্যেই আলিয়া পরিণত হয়েছে জানিয়ে ‘কুচ কুচ হোতা হ্যায়’ খ্যাত পরিচালক বলেন, “যখন আলিয়া মুভিটিতে অভিনয় শুরু করে তখন সে মাত্র ২১ বছর বয়সের তরুণী। এখন সে বলিউডের বড় তারকা। ২১ বছর বয়সে শুরু করে ২৮ বছর বয়সে এসে তার সিনেমাটি মুক্তি পাচ্ছে।”
নিজের উচ্ছ্বাস না চেপে রণবীর বলেন, “সাতটি বছর প্রতিটি দিন সিনেমার জন্য কাজ করেছেন ছবির পরিচালক আয়ান মুখার্জি। ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী।”
রণবীর-আলিয়াকে নিয়ে বলিউডের বাতাসে নানা ধরনের কথা শোনা যায়। বেশ কয়েক বছর ধরেই প্রেম করছেন তারা। খুব শিগগির চার হাত এক হতে চলেছে বলেও খবর শোনা যায়।