ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ বন্ধু। দলবেঁধে এসেছেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একাংশ শিল্পকলা একাডেমীর চলচ্চিত্র প্রদর্শনীতে। বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া ‘কালকক্ষ’ দেখে বেশ উচ্ছাসিত সবাই। দলের একজন শারমিন শান্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়ছেন। চলচ্চিত্র উৎসবে এসে কেমন লাগছে জানতে চাইলে সংবাদ প্রকাশকে তিনি বললেন, “চলচ্চিত্র দেখার জন্য পরিবেশটা খুব জরুরি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে সেই আমেজটা পাচ্ছি। খুব ভালো লাগছে। আমরা মাত্রই ‘কালকক্ষ’ দেখা শেষ করলাম। ছবির গল্প বেশ ভালো লেগেছে ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালিরী এবং মিউজিক ও ড্যান্স অডিটরিয়ামে চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। শিল্পকলার দুইটি ভেন্যুতেই সন্ধায় বেশ দর্শক সমাগম লক্ষ করা গেল।
পরিবার নিয়ে প্রতিদিনই বিকেলে শিল্পকলায় চলচ্চিত্র দেখতে আসেছেন পিয়াস তালুকদার। তিনি বললেন, “প্রতিদিন অফিস শেষ পরিবার নিয়ে চলচ্চিত্র দেখতে চলে আসি। এত ভালো ভালো ছবি দেখানো হচ্ছে এখানে। ছোট বাচ্চাকে সংস্কৃতির বৈচিত্রতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও এখানে আসার একটা কারণ।”
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এই শ্লোগানে ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।
রেইনবো চলচ্চিত্র উৎসব সংসদ প্রতি বছর জাকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক ফিল্ম ফ্যাস্টিভ্যালের আয়োজন করে থাকে। বাংলাদেশসহ ৭০টি দেশের ২২৫টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
করোনার কারণে আয়োজক কমিটির পক্ষ থেকে এবার বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। যাদের করোনা ভ্যাকসিনের দুইটি ডোজ নেওয়া আছে, কেবল তারাই সার্টিফিকেট দেখিয়ে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন।