• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ইলিয়াস কাঞ্চনের হুমকির জবাবে যা বললেন জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৫:৪৪ পিএম
ইলিয়াস কাঞ্চনের হুমকির জবাবে যা বললেন জয়

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নাটক শেষ হচ্ছে না। প্রায় অর্ধ-মাস চলে গেলেও মিশা-জায়েদ প্যানেল বিজয়ীদের বেশিরভাগ সদস্যই এখনও শপথ গ্রহণ করেননি। এবার শপথ গ্রহণ করে মিটিংয়ে উপস্থিত না থাকলে পদ বাতিলের হুমকি দিয়ে হুশিয়ারি দিয়েছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তাঁর হুশিয়ারির বিপরীতে মিশা-জায়েদ প্যানেল হতে নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘‘শিল্পী সমিতির সংবিধানে শপথ গ্রহণ করার বিষয়ে কোন কিছু উল্লেখ নেই। শপথ গ্রহণ শুধুমাত্র একটি রীতি।’’ 

জয় চৌধুরী বলেন, ‘‘এটা সত্যি যে পরপর তিনটি মিটিংয়ে উপস্থিত না থাকলে, চিঠি দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু সভাপতি তো মিটিং ডাকে না আমার জানা মতে। সাধারণ সম্পাদক যে থাকেন, তিনি মিটিং ডাকেন। এখন এই পদ নিয়ে তো হইকোর্টে বিচার চলছে। এমন অবস্থায় আপনি কিভাবে মিটিং ডাকতে পারেন।’’

হাইকোর্ট যদি সাধারণ সম্পাদক পদটি বিলুপ্ত করে দেয়, সেক্ষেত্রে সহ-সাধারণ সম্পাদক এই মিটিংগুলো ডাকবে কিনা এমন প্রশ্নের জবাবে জয় বলেন, ‘‘সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত হয়ে গেলে কোর্টই বলে দিবে এখন কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করবে।’’

শিল্পী সমিতির এবারের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে মোট ১১ জন প্রার্থী বিভিন্ন পদে বিজয়ী হন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান, সহসভাপতি দুটি পদে রুবেল ও ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী জয় পেয়েছেন।

অন্যদিকে, কার্যনির্বাহী সম্পাদক পদে জিতেছেন- অঞ্জনা, অরুণা, রোজিনা, মৌসুমী, সূচরিতা, আলীরাজ ও চুন্নু। এরমধ্যে শুধুমাত্র অভিনেত্রী অঞ্জনা শপথ গ্রহণ করেছেন।

Link copied!