• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মালদ্বীপে মধুচন্দ্রিমায় ক্যাটরিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৩:৪৬ পিএম
মালদ্বীপে মধুচন্দ্রিমায় ক্যাটরিনা

কোটি ভক্তের হৃদয় ভেঙে ২০২১ সালের ৯ ডিসেম্বর ঘটা করে বিয়ে করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দীর্ঘদিনের প্রেমিক ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। সেই রেশ না কাটতেই মালদ্বীপে মধুচন্দ্রিমার ছবি প্রকাশ করেছেন ক্যাট। যদিও ক্যাটের বিয়েতে ছবি তোলা এবং ভিডিও ধারণে ছিল কঠোর নিষেধাজ্ঞা।  

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সোমবার (২৪ জানুয়ারি) ক্যাটরিনা তার মধুচন্দ্রিমার ছবি প্রকাশ করেন। আয়েশি ভঙ্গিতে ক্যাট তিনটি সিঙ্গেল ছবি পোস্ট করেন। এরপর থেকেই ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় ক্যাটের ওয়াল। আবার অনেক ভক্ত ভিকির সঙ্গে ছবি শেয়ার করতে অনুরোধ জানায়।

এদিকে নতুন বাড়িতে উঠতে চলেছেন ক্যাট-ভিকি তারকা দম্পতি। মুম্বাইয়ে তাদের প্রতিবেশী হতে যাচ্ছে আনুশকা শর্মা এবং তার ক্রিকেটার স্বামী বিরাট কোহলি।

ক্যাটরিনাকে শ্রীরাম রাঘবনের সঙ্গে মেরি ক্রিসমাস নামে একটি নতুন সিনেমায় দেখা যাবে। এছাড়া বর্তমানে তার হাতে রয়েছে ‘ফোন ভূত’, ‘টাইগার থ্রি’ এবং ‘জি লে জারা’ সিনেমার কাজ।

ভারতের যোধপুরের ঐতিহাসিক দুর্গে বিয়ে করেন ভিকি-ক্যাট। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানের সাক্ষী ছিলেন জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা।

Link copied!