বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রায় ৩২ লাখ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। জামিনযোগ্য ধারায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। ৪ ডিসেম্বরের মধ্যে ভোপালের আদালতে হাজির হতে হবে এই অভিনেত্রীকে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, ইউটিএফ টেলিফিল্ম প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমিশার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়। সংস্থার পক্ষ থেকে আদালতে ভোপালে ডিস্ট্রিক্ট ও সেশন কোর্টে সওয়াল করেন আইনজীবী রবি পন্থ।
রবি পন্থ অভিযোগে বলেন, সিনেমা তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে নিজের প্রযোজনা সংস্থার নামে ৩২ লাখ ২৫ হাজার টাকা নেন আমিশা। পরে তা চেকের মাধ্যমে ফেরত দেন। কিন্তু তার দেওয়া সেই চেক বাউন্স হয়ে যায়। এরপরই অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করা হয়।
আইনজীবীর বক্তব্য শুনেই আমিশার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অর্থাৎ এই মামলা এখনই তাকে গ্রেপ্তার করা হবে না। এছাড়া অগ্রিম জামিনের সুযোগ থাকছে।
৪ ডিসেম্বরের মধ্যে অভিনেত্রীকে আদালতে হাজির হতে হবে। আদালতে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।
‘কাহোনা প্যায়ার হ্যায়’ সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে আমিশা প্যাটেলের অভিনয়ের শুরু হয়। ব্লকবাস্টার হিট সেই ছবি তাকে বেশ পরিচিতি দেয়। পরে সানি দেওলের বিপরীতে সুপারহিট সিনেমা ‘গদর: এক প্রেম কথা’ তে অভিনয় করেন। এই সিনেমায় বেশ প্রশংসা পেয়েছেন আমিশা।
‘গদর ২’ সিনেমায়ও অভিনয় করছেন আমিশা প্যাটেল। সিনেমাটির কাজ এখনো চলছে। এর মধ্যেই আর্থিক প্রতারণা মামলায় জড়ালেন তিনি। যদিও এটাই প্রথম নয়। ২০১৯ সালে ইন্দোরে ১০ লাখ টাকার চেক বাউন্স হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে।