• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে ‘দ্য ব্যাটম্যান’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৩:২১ পিএম
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে ‘দ্য ব্যাটম্যান’

বহুল আলোচিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে যাচ্ছে। আগামী ৪ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। তার এক দিন আগে ৩ মার্চ এটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে। তবে তার জন্য সিনেমাটিকে সেন্সরে ছাড় পেতে হবে। 

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ২৪ ফেব্রুয়ারি থেকে তাদের সব কটি শাখায় টিকিট বিক্রি হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

ওয়ার্নার ব্রাদার্সের ফ্রাঞ্চাইজি সুপারহিরো ব্যাটম্যানের রয়েছে দুনিয়াজোড়া খ্যাতি। বিশ্বজুড়ে অগণিত চলচ্চিত্রপ্রেমীদের প্রিয় এই সুপারহিরো। এবার পর্দায় আসছে নতুন রূপে। এ নিয়ে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’-এর ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে ভক্তদের মধ্যে। তবে এবার আগের ব্যাটম্যানদের থেকে অনেকটা আলাদা হতে চলেছে সবকিছু। 

 

ম্যাট রিভ্স পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ এ ব্যাটম্যানের চরিত্রে রয়েছেন রবার্ট প্যাটিনসন। সেই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’, ‘টোয়াইলাইট’, ‘রিমেমবার মি’খ্যাত রবার্ট প্যাটিনসন। সিনেমার ট্রেলারে অন্য রকম এক ‘ব্যাটম্যান’-এর দেখা পেল ভক্তরা। ট্রেলারে ব্যাটম্যানের অন্ধকার এবং হিংস্র সংস্করণ দেখা গেছে।

তবে  সিনেমাটির শুটিং শুরু হওয়ার পরে বিপত্তি বাধে রবার্ট প্যাটিনসনকে নিয়ে। পরিচালক ম্যাট রিভসের সঙ্গে অনেক বিষয় নিয়ে শুটিং সেটে দ্বিমত পোষণ করেছেন রবার্ট প্যাটিনসন। শোনা গিয়েছিল সিনেমাটি দেখে খুশি হতে পারেননি ওয়ার্নার ব্রাদার্সও। ‘ব্যাটম্যান’ ভক্তরাও প্রথমে এই চরিত্রে রবার্ট প্যাটিনসনকে মেনেই নিতে পারেননি। সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে।

Link copied!