উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন। তবে ৯২ বছর বয়সী লতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
পরিবারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, “বর্তমানে লতা মঙ্গেশকরের শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে ৯২ বছর বয়সী লতার বয়স বিবেচনায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে।”
এদিকে লতার পরিবার অনুরোধ জানিয়েছে, ‘দয়া করা আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন।’ এ সময় পরিবারের পক্ষ থেকে লতার জন্য প্রার্থনা চাওয়া হয়েছে।
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ইন্দোরে লতা মঙ্গেশকরের জন্ম। তিনি এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। ১৯৮৯ সালে ভারত সরকার তাকে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত করে।