• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অর্জুন কাপুরকে ‘ক্যাপশন চোর’ বললেন মালাইকা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০১:১১ পিএম
অর্জুন কাপুরকে ‘ক্যাপশন চোর’ বললেন মালাইকা!

বলিউডে লাভবার্ড হিসেবে পরিচিত অভিনেত্রী মালাইকা এবং অভিনেতা অর্জুন কাপুর। সামাজিক যোগাযোযোগমাধ্যমে তাদের রয়েছে সরব উপস্থিতি। প্রায়ই দৈনন্দিন জীবনের বিভিন্ন খুনসুটির মুহূর্ত শেয়ার করেন তারা। তেমনই এক পোস্টে অর্জুন কাপুরকে মজা করে ‘ক্যাপশন চোর’ বলেন মালাইকা।
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার স্টাইল স্টেটমেন্ট, ওয়ার্কআউট মুহূর্তগুলো শেয়ার করেন। ফিটনেস নিয়ে বরাবরই সামাজিক মাধ্যমে টিপস দিয়ে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোববার (৭ ফেব্রুয়ারি) সুইমিং পুলে একটি রৌদ্রজ্জ্বল ছবি শেয়ার করেন মালাইকা। সেই ছবির নিচে মালাইকার বয়ফ্রেন্ড অভিনেতা অর্জুন কাপুরই প্রথম মন্তব্য করেন। যেটিতে লেখা ছিল ‘নাইস ক্যাপশন’ এবং একটি ইমোজি যুক্ত করে দেন৷ প্রত্যুত্তরে মালাইকা অর্জুনকে ‘ক্যাপশন চোর’ বলে আখ্যা দেন।
অর্জুন কাপুরকে শিগগিরই ভূমি পেডনেকারের সঙ্গে অজয় ​​বাহলের পরবর্তী চলচ্চিত্র ‘দ্য লেডি কিলারে’ দেখা যাবে। কুট্টে এবং এক ভিলেন রিটার্নস-সিনেমাতেও অভিনয় করছেন অর্জুন।

Link copied!