জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেছেন, “স্থগিত হওয়া সেমিস্টার ফাইনাল আগামী ৭ অক্টোবর সশরীরে অনুষ্ঠিত হবে।”
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আগের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সকল ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে পরীক্ষার বিষয়ে এক বিশেষ সভায় ইমদাদুল হক এ কথা বলেন।
জবির একাধিকবার তারিখ ঘোষণার পরেও কোনো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। যদিও শুরু থেকে জবি উপাচার্য বলে এসেছেন সশরীরে পরীক্ষা নেওয়ার বিষয়ে তারা বেশ আশাবাদী। অনলাইনে সেমিস্টার ফাইনাল নেওয়ার জন্য ছয় সদস্য বিশিষ্ট কমিটি করে দেয় সিদ্ধান্ত জানানোর জন্য। যা গতকাল বিশ্ববিদ্যালয়ের ৮৫ তম সিন্ডিকেট মিটিং এ অনলাইনে পরীক্ষা নেওয়ার নীতিমালা পাশ করে সদস্যরা এবং চূড়ান্ত নীতিগত অনুমোদন দেয়।
জবি উপাচার্য বলেন, আজকে সকল ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আমরা মিটিং করেছি পরীক্ষার বিষয়ে। তারা সকলে সম্মিলিত ভাবে মতামত দিয়েছি অনলাইনে নয় সশরীরে পরীক্ষা নেওয়ার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি সকল ব্যাচের স্থগিত হওয়া সেমিস্টার ফাইনালগুলো আগামী ৭ অক্টোবর থেকে নিজ নিজ বিভাগ পরীক্ষা নিতে পারবে।
শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা সশরীরে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি বলে তিনি উল্লেখ করেন।
ইমদাদুল হক বলেন, “যদি সবকিছু ঠিক থাকে তাহলে পরীক্ষার বিষয়ে আর কোনো বিপরীতমুখী সিদ্ধান্ত আসবে না।”
সকল শিক্ষার্থীদের মানসিক এবং পড়াশোনায় মনোযোগী হতে বলেন তিনি।