• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২, ০৩:৪৩ পিএম
রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে ‘ফল-২০২২’ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের নিয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নাটক, নাচ, গান, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ পরিবেশনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মনীন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। বিশ্ববিদ্যালয়ের সবুজ মনোরম ক্যাম্পাস ও শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের পদচারণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!