সামাজিক সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমিন খাতুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুখলেসুর রাহমান সুইট এবং সঞ্চালনা করেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নুরুল্লাহ লোকমানী। এ ছাড়াও ঐক্যমঞ্চের সদস্য সচিব নুরুল্লাহ মেহেদীসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আরমিন খাতুন বলেন, “পরিবেশ এবং মানুষ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ আমাদের চাহিদা পূরণে কাজ করে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “মানুষের সব থেকে বড় অধিকার সুস্থভাবে বেঁচে থাকা। আর এই অধিকার নিশ্চিত করতে আমাদের পরিবেশ সুরক্ষায় নজর দিতে হবে। পরিবেশ বিষয়ক দেশীয় ও আন্তর্জাতিক যেসব আইন রয়েছে, সেগুলো মেনে চলতে উদ্যোগী হতে হবে।”
আলোচনা সভায় পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।