নির্দিষ্ট সময়েই চবির পরীক্ষা শুরু হবে


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৬:১৭ পিএম
নির্দিষ্ট সময়েই চবির পরীক্ষা শুরু হবে

শিক্ষাপ্রতিষ্ঠান না খুললেও স্বাস্থ্যবিধি মেনে নিদিষ্ট সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সশরীরে বিভাগের পরীক্ষাগুলো শুরু হবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সংবাদ প্রকাশকে তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

এসএম মনিরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাব্য যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, আমরা সেটাকে প্রাধান্য দিয়ে খোলার প্রস্তুতি নিচ্ছি। খোলার সম্ভাবনাও বেশি। যদি অনাকাঙ্ক্ষিত কারণে না খোলে তাও বিভিন্ন বিভাগের পরীক্ষার জন্য দেওয়া রুটিন অনুযায়ী সশরীরে পরীক্ষা চলবে। স্বাস্থ্যবিধি মেনেই নেওয়া হবে পরীক্ষাগুলো।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটলে অবশ্যই পরীক্ষা চলবে বলে জানান তিনি।

চলতি বছরের আগস্টের প্রথম দিকে লকডাউন শিথিল হওয়া সাপেক্ষে চবির বিভিন্ন বিভাগের পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বলা হয় ১৬ আগস্ট থেকে বিভাগগুলো চাইলে পরীক্ষা নেওয়া শুরু করতে পারবে।

সেই লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষা শুরু হয়েছে। প্রায় বিভাগের অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে রুটিনও প্রকাশিত হয়েছে।

বিভিন্ন বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে অবশ্যই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্র জানায়, প্রায় ৮০ শতাংশ শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের টিকা গ্রহণ করায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে সংক্রমণ ৫ শতাংশের নিচে নেমে আসা পর্যন্ত স্কুল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে না। সে কারণে স্কুলে ছুটি আরেক দফা বাড়তে পারে বলে জানা যায়।

গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পর্যায়ক্রমে এই বন্ধের মেয়াদ দফায় দফায় বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। যদিও এ বছর কয়েকবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেষ্টা করেও করোনা পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি।
 

Link copied!