জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে (juniv-admission.org) এই ফল প্রকাশ করা হয়।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আকবর হোসেন জানান, পরীক্ষায় পাসের হার ৩৪ শতাংশ। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ৮১ শতাংশ।
সোমবার (১ আগস্ট) জাবির সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘বি’ ইউনিটে মোট ৪৮ হাজার ৩৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।
সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত এই ইউনিটে মোট ৩৮৬টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার ৩৪৭ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রার্থী রয়েছেন ১২৫ জন।
পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে (juniv-admission.org) লগ-ইন করে ফল দেখতে পারবেন।